আরজি করে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদহ আদালত। শনিবার বিচারক অনির্বাণ দাস জানান, সঞ্জয়ের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং তিনি শাস্তি পাবেনই।
সোমবার বেলা সাড়ে ১২টায় আদালতে সাজা ঘোষণা করা হবে। সেদিন বিচারক সঞ্জয়, তাঁর আইনজীবী এবং নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনবেন। এরপরই দোষীর শাস্তির মাত্রা নির্ধারণ করা হবে।
এই মামলার তদন্তভার নিয়েছিল সিবিআই, যারা আদালতে জমা দেওয়া চার্জশিটে সঞ্জয় রায়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করে। গত দুই মাস ধরে শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার শুনানি চলছিল, যার পর অবশেষে আদালত ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩(১) ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে।
এই ধারাগুলোর অধীনে দোষীর সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। তবে চূড়ান্ত শাস্তি কী হবে, তা সোমবারই জানা যাবে।