রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাগরে প্রথমবারের মতো ফুটবল কার্নিভাল ও এম এল কাপের সূচনা হয়েছে। এই খেলার উদ্দেশ্য হল ভালো প্রতিভাকে তুলে আনা এবং স্থানীয় পর্যায়ে খেলার প্রসার ঘটানো। ১৬টি দল অংশগ্রহণ করছে এবং প্রতিযোগিতার পুরস্কার হিসেবে আড়াই লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি, দুই লক্ষ টাকা সহ ট্রফি এবং সেমিফাইনালের জন্য ৫০ হাজার টাকা সহ ট্রফি প্রদান করা হবে। খেলা তিন দিন ধরে চলবে এবং শনিবার অনুষ্ঠিত হবে ফাইনাল। এই খেলা দেখতে সাগরদ্বীপের বহু মানুষ ভিড় জমিয়েছেন।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরের কলেজ মাঠে এই খেলার শুভ উদ্বোধন করেন লোকসভার সাংসদ তথা ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক প্রসুন বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা,মথুরাপুরের সাংসদ বাপি হালদার,প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশীষ চক্রবর্তী, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, কুলুপির বিধায়ক যোগরঞ্জন হালদার,রায়দীঘির বিধায়ক ডা: অলোক জলদাতা, পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা,মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা,কুলতুলির বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল,গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল, দক্ষিণ ২৪ পরগণার জেলা পরিষদের সহকারি সভাধিপতি শ্রীমন্ত মালি,সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও,দক্ষিণ ২৪ পরগণা জেলার (এ ডি এম) আই এ এস সাদ্দাম নাভাস, সুন্দরবন পুলিশ জেলার এডিএসপি কোস্তবাদীপ্ত আচার্য্য, কাকদ্বীপের মহকুমাশাসক, গঙ্গা সাগর কোস্টাল থানা, সাগর থানা, কাকদ্বীপ থানা,হারুর পয়েন্ট কোস্টাল থানা, নামখানা থানা, ফেজারগঞ্জ থানার ওসি,সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা।