শুরু হয়ে গেছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের যাতায়াতে সুবিধা দিতে পরিবহণ দফতর ও কলকাতা মেট্রো একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছে। শহর ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত বাস চালানোর পাশাপাশি বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হবে।
বইমেলা স্পেশাল বাস পরিষেবা
করুণাময়ী বাস টার্মিনাস থেকে:
শিয়ালদহ, হাওড়া, রাজাবাজার, গড়িয়াহাট, পর্ণশ্রী, যাদবপুর, উল্টোডাঙা, বারাসত, ব্যারাকপুর, ঠাকুরপুকুর-সহ একাধিক রুটে বাস চলবে।
ময়ূখ ভবন বাস স্ট্যান্ড থেকে:
উল্টোডাঙা, রথতলা (ডানলপ), বেলগাছিয়া, বারাসত ও ব্যারাকপুরের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
শাটল পরিষেবা:
শিয়ালদহ, রাজাবাজার ও হাওড়ার জন্য বইমেলা স্পেশাল শাটল বাস চালু করা হয়েছে।
মেট্রো পরিষেবায় বদল
বইমেলা উপলক্ষে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো রেল।
গ্রিন লাইন-১ (সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ) রুটে বাড়তি ট্রেন চলবে।
সোমবার থেকে শনিবার ১২২টি মেট্রো চলবে।
২ ও ৯ ফেব্রুয়ারি (রবিবার) ৭৪টি মেট্রো চালানো হবে।