প্রথম পাতা খবর মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ‘দুর্ভাগ্যজনক’, তবে মামলা শুনল না সুপ্রিম কোর্ট

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ‘দুর্ভাগ্যজনক’, তবে মামলা শুনল না সুপ্রিম কোর্ট

207 views
A+A-
Reset

নয়াদিল্লি: মহাকুম্ভে পদপিষ্টের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। তবে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে এই ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণ করতে অস্বীকার করেছে শীর্ষ আদালত।

এই ঘটনায় জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন করেছিলেন বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী। কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাঁকে এলাহাবাদ হাইকোর্টে আবেদন জানানোর পরামর্শ দিয়েছে।

গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যায় পুণ্যস্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু এবং অন্তত ৬০ জন আহত হন। বিরোধীরা প্রশাসনিক অব্যবস্থার অভিযোগ তুললেও, যোগী আদিত্যনাথের সরকার তদন্তের জন্য তিন সদস্যের বিচারবিভাগীয় কমিটি গঠন করেছে। পাশাপাশি, বসন্ত পঞ্চমী-সহ অন্যান্য স্নানের দিনগুলিতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনজীবী বিশাল তিওয়ারি সারা দেশ থেকে আসা তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গাইডলাইন প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করতে চেয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত সেই মামলা গ্রহণ না করে জানান, একই ধরনের একটি আবেদন ইতিমধ্যেই উত্তরপ্রদেশ হাইকোর্টে করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকারের হয়ে সওয়াল করা আইনজীবী মুকুল রোহতাগি সুপ্রিম কোর্টকে জানান, তদন্তের জন্য তিন সদস্যের বিচারবিভাগীয় কমিশন ইতিমধ্যেই কাজ শুরু করেছে।

অন্যদিকে, মহাকুম্ভের পদপিষ্টের ঘটনা নিয়ে সংসদে আলোচনার দাবি তোলেন বিরোধী সাংসদরা। লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই তাঁরা এই দাবি জানান। তবে শাসক দল তা নাকচ করলে সংসদে তুমুল হট্টগোল শুরু হয়। রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনখড় জানান, এ নিয়ে কোনও আলোচনা করা যাবে না। এর প্রতিবাদে বিরোধীরা রাজ্যসভার কক্ষ ত্যাগ করেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.