নয়াদিল্লি: রাজ্যের ১২ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত একটি নতুন মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ওবিসি শংসাপত্র বাতিল নিয়ে কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত।
গত ৩১ জানুয়ারি বিচারপতি বি আর গভৈ ও বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ এই সিদ্ধান্ত জানায়। এর আগে ২০২৩ সালের ২২ মে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দেয়। আদালত জানায়, ২০১০ সালের পর থেকে সঠিক প্রক্রিয়া মেনে এই সার্টিফিকেট তৈরি করা হয়নি।
এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। পরবর্তীতে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনও মামলা দায়ের করে। সেই মামলার শুনানি এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। আগামী ১৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।
এর মধ্যেই, ৬ জানুয়ারি কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নতুন একটি মামলা করেন অবনীকুমার বিশ্বাস। এই মামলায় তিনটি বিবাদী পক্ষ ছিল— রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন এবং মামলাকারী অমলকুমার দাস।
সুপ্রিম কোর্ট এই নতুন মামলা খারিজ করে জানিয়ে দিয়েছে, হাই কোর্টের রায়ে কোনও হস্তক্ষেপ করা হবে না। বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছে, এই বিষয়ে অন্য কোনও আবেদন বিচারাধীন থাকলে সেটিও নিষ্পত্তি হয়ে গেল।