প্রথম পাতা খবর এসবিআই-এ ১,১৯৪টি পদে নিয়োগের জন্য আবেদন শুরু, লিখিত পরীক্ষার প্রয়োজন নেই

এসবিআই-এ ১,১৯৪টি পদে নিয়োগের জন্য আবেদন শুরু, লিখিত পরীক্ষার প্রয়োজন নেই

243 views
A+A-
Reset

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই Concurrent Auditor পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা sbi.co.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

এই নিয়োগের মাধ্যমে মোট ১,১৯৪টি শূন্যপদ পূরণ করা হবে। আবেদন করার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৫। তবে এই পদের জন্য শুধুমাত্র এসবিআই এবং তার পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কগুলির অবসরপ্রাপ্ত কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আবশ্যিক শর্তাবলী

এসবিআই-এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আবেদন করার আগে প্রার্থীদের নিশ্চিত করতে হবে যে তারা নির্দিষ্ট যোগ্যতা পূরণ করেন। প্রয়োজনীয় নথি (কর্মসংস্থানের বিবরণ, পরিচয়পত্র, বয়সের প্রমাণ ইত্যাদি) আপলোড না করলে আবেদন গ্রহণ করা হবে না। প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদের সমস্ত নথি যাচাই করা হবে এবং যোগ্য হলে তাঁদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।”

নিয়োগের পদ্ধতি

এই নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা হবে না। প্রার্থীদের শর্টলিস্টিং এবং সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে।

আবেদনকারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করার পর এসবিআই-এর শর্টলিস্টিং কমিটি সাক্ষাৎকারের জন্য প্রার্থীদের নির্বাচন করবে।

সাক্ষাৎকারের সর্বোচ্চ নম্বর ১০০ এবং উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নম্বর ব্যাঙ্ক নির্ধারণ করবে।

চূড়ান্ত মেধা তালিকা সাক্ষাৎকারের নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে। যদি দু’জনের নম্বর সমান হয়, তাহলে বয়স্ক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্য এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.