নিয়োগ দুর্নীতির মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তিনি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। আজ বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চে পার্থের জামিন আবেদনের শুনানি হবে। বেলা ১১টার দিকে এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, এর আগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট)-এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় তিনি বর্তমানে জেলবন্দি অবস্থায় রয়েছেন। এই মামলায় জামিন পেতে তিনি কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন। কিন্তু হাই কোর্টের ডিভিশন বেঞ্চে তাঁর জামিন আবেদন নিয়ে দুজন বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। পরে এই মামলা তৃতীয় বেঞ্চে যায়। গত বছর ২৪ ডিসেম্বর বিচারপতি তপোব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন তৃতীয় বেঞ্চ পার্থের জামিন আবেদন খারিজ করে দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। সিবিআই এবং ইডি এই মামলায় তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে এই মামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেপ্তার হয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আবেদন নিয়ে আজকের শুনানির রায় তাঁর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।