প্রথম পাতা খবর নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় নেতাদের শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা অভিষেকের

নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় নেতাদের শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা অভিষেকের

234 views
A+A-
Reset

নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলীয় নেতাদের শৃঙ্খলা বজায় রাখার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে জানালেন, ব্যক্তিগত স্বার্থে দলের নিয়ম ভাঙলে তা মেনে নেওয়া হবে না।

অভিষেক বলেন, ‘বিধায়ক থেকে ব্লক স্তরের নেতাদের বলতে চাই, কাজে যেন শিথিলতা না আসে। বিজেপি বাংলাকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৬-এর লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বারবার ওদের হারিয়েছি। এবার ২১৫টির বেশি আসন জিততে হবে। এক ছটাক জমিও কাউকে ছাড়ব না’।

শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে সংবাদমাধ্যমে টিকে থাকতে অনেক কথা বলছেন। এটা করবেন না। এতে দলই ছোট হয়। যারা বেইমানি করেছে, মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের আমিই চিহ্নিত করেছিলাম। এবারও বেইমানদের চিহ্নিত করার দায়িত্ব নিলাম। হোয়াটসঅ্যাপে রাজনীতি না করে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়াতে হবে’।

লোকসভা ভোটের পর বেশ কিছুদিন প্রকাশ্যে ছিলেন না অভিষেক। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তিন মাস ঘুমোতে পারিনি। মানুষ যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে হবে। তাই ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে ডায়মন্ড হারবারে গিয়েছিলাম। নেতাদের বলব, ক্ষমতা কুক্ষিগত না রেখে জনমুখী কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিন। এটাই আমাদের লক্ষ্য’।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.