240
দক্ষিণবঙ্গে এখনও হালকা শীতের অনুভূতি টিকে রয়েছে। সকালের দিকে রোদের তাপ থাকলেও দুপুরের পর গরমের দাপট বাড়ছে, আর সন্ধ্যায় বসন্তের আমেজ পাওয়া যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার আকাশও থাকবে পরিষ্কার।
তবে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।