প্রথম পাতা খবর টোটোর রেজিস্ট্রেশনের পথে রাজ্য, যানজট কমাতে নতুন গাইডলাইন

টোটোর রেজিস্ট্রেশনের পথে রাজ্য, যানজট কমাতে নতুন গাইডলাইন

203 views
A+A-
Reset

রাজ্যে টোটোর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় যানজটের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা সমাধানে এবার টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে চলেছে রাজ্য সরকার। বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, টোটোর চলাচলে নতুন গাইডলাইন আনতে কমিটি গঠন করা হবে।

এই কমিটিতে পুরসভা, ট্রাফিক বিভাগ, নোডাল এজেন্সি ও ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন। টোটোর জন্য নির্দিষ্ট স্টিকার দেওয়া হবে এবং কোন পথে চলাচল করলে যানজট কমবে, সে বিষয়ে নির্দেশিকা তৈরি হবে। তবে মন্ত্রী জানান, “যানজট হলেও টোটো পুরোপুরি তুলে দেওয়া যাবে না, কারণ এটি অনেকের রুজি-রুটি।”

এদিকে, করোনা পরবর্তী সময়ে বাসের সংখ্যা কমে যাওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে। মন্ত্রী জানান, বন্ধ হয়ে যাওয়া রুটগুলোর তালিকা পাঠালে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। তবে যাত্রীসংখ্যার ওপরও নজর রাখা হবে, কারণ যাত্রী ছাড়া বাস চালানো সম্ভব নয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.