51
আজ, বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বসবেন। বিধানসভার অধিবেশন চললেও, মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় না যাওয়ায় বৈঠকের স্থান বদলে নেওয়া হয়েছে নবান্নে।
শুক্রবার দোল উৎসবের পাশাপাশি রয়েছে জুম্মার নামাজ। তাই রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলের মতে, উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন তিনি।
ও দিকে বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের চতুর্থ দিন আজ। প্রথমার্ধে থাকছে প্রশ্নোত্তর পর্ব এবং দৃষ্টি আকর্ষণ ও উল্লেখ পর্ব। দ্বিতীয়ার্ধে হবে বাজেট নিয়ে আলোচনা।