প্রথম পাতা খবর রামনবমীতে নবান্নে থাকবেন পুলিশের শীর্ষ কর্তারা, খোলা থাকছে ডিজি কন্ট্রোল রুম

রামনবমীতে নবান্নে থাকবেন পুলিশের শীর্ষ কর্তারা, খোলা থাকছে ডিজি কন্ট্রোল রুম

222 views
A+A-
Reset

রামনবমী উপলক্ষে আজ রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অশান্তির আশঙ্কায় ছুটির দিনেও খোলা থাকছে নবান্ন। রাজ্যের মূল প্রশাসনিক ভবনে বসেই পরিস্থিতি নজরে রাখবেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম ও অন্যান্য শীর্ষ পুলিশকর্তারা। খোলা থাকছে পুলিশের কন্ট্রোল রুমও। রাজভবনের তরফে চালু হচ্ছে ‘পিস রুম’।

রাজ্যজুড়ে প্রায় আড়াইশোটি মিছিল হওয়ার কথা রয়েছে। সবক’টি মিছিল যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই প্রশাসনের এই উদ্যোগ। শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, আসানসোল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ দশটি সংবেদনশীল জেলা ও কমিশনারেটে পাঠানো হয়েছে ২৯ জন অভিজ্ঞ আইপিএস অফিসার। নির্ধারিত রুটেই মিছিল করা যাবে, অন্য রুটে মিছিল করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা।

লালবাজারের তরফে জানানো হয়েছে, প্রতিটি সংবেদনশীল এলাকায় নজরদারিতে রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী, ড্রোন, সিসিটিভি ও মোবাইল টহলদারি। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় পুলিশ রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.