অক্ষয়তৃতীয়ার পুণ্য লগ্নে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ৩টে থেকে ৩টে ১৫— এই শুভ সময়ে মন্দিরের দরজা খুলে প্রবেশ করেন তিনি। মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ দর্শন করেন এবং বিগ্রহের সামনে আরতিও করেন মুখ্যমন্ত্রী।
দ্বারোদ্ঘাটনের আগে সংক্ষিপ্ত ভাষণে মমতা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। শিল্পী, পুরোহিত, সন্ন্যাসী, তারকা এবং সাধারণ মানুষ ছাড়াও যাঁরা মন্দির নির্মাণে ভূমিকা নিয়েছেন— স্থপতি, শ্রমিক— তাঁদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বলেন, “এই মন্দির ভবিষ্যতে তীর্থ ও পর্যটনের কেন্দ্র হয়ে উঠবে। এটা সকলের জন্য। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলি, সবারে করি আহ্বান।”
মন্দির উদ্বোধনের মুহূর্তে আর একটি ঐতিহাসিক দান করলেন মুখ্যমন্ত্রী— উপহার দিলেন একটি সোনার ঝাঁটা। রথযাত্রায় জগন্নাথদেবের যাত্রাপথ ঝাঁট দেওয়ার প্রাচীন রীতি রয়েছে। সেই রীতির ধারায় তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১ টাকা ব্যয় করে তৈরি করিয়েছেন এই ঝাঁটা।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উদ্বোধনের এই মুহূর্তকে কেন্দ্র করে দিঘায় তৈরি হয়েছে উৎসবের আবহ। মন্দিরের দরজা কয়েক মিনিটের জন্য সর্বসাধারণের জন্যও খুলে দেওয়া হয়, যাতে সকলেই পুণ্য দর্শন করতে পারেন।