195
শনিবার প্রকাশিত হল হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফল। মোট পরীক্ষার্থী ছিলেন ৬০ হাজার ৩৭৪ জন। পাশের হার আশাব্যঞ্জক। হাইমাদ্রাসায় পাশ করেছে ৯০.৩২ শতাংশ, আলিমে ৯২.৮১ শতাংশ এবং ফাজিলে ৯৩.১৫ শতাংশ পরীক্ষার্থী।
ফলপ্রকাশের পরেই এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উত্তীর্ণ পড়ুয়াকে শুভেচ্ছা জানান। যাঁরা আশানুরূপ ফল পাননি, তাঁদের জন্যও ছিল মুখ্যমন্ত্রীর বার্তা—”মনখারাপ নয়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে।”
পরীক্ষার্থীদের পরিসংখ্যান:
- হাইমাদ্রাসা: মোট ৪৪,০৭৩ জন (ছাত্র – ১৫,৪২০, ছাত্রী – ২৮,৬৫৩)
- আলিম: মোট ১১,৫৮৮ জন (ছাত্র – ৬,৩০২, ছাত্রী – ৫,২৮৬)
- ফাজিল: মোট ৪,৭১৩ জন (ছাত্র – ২,৬৩১, ছাত্রী – ২,০৮২)
গত বছরের তুলনায় এই বছর পাশের হার কিছুটা বেড়েছে। শিক্ষামহল মনে করছে, এই অগ্রগতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার ইতিবাচক দিক তুলে ধরে।