গত ক’দিন ধরেই রাজ্যের দক্ষিণ অংশে সন্ধ্যা নামতেই আকাশের মেজাজ বদলাচ্ছে। শনিবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন জেলায় বৃষ্টির সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়া। আজ রবিবারও একই আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এবং হাওড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সাত জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তাই নীচু এলাকায় জল জমার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।