139
আজ ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বেলা সাড়ে তিনটে থেকে শুরু হতে চলা এই ম্যাচে কেকেআরের লক্ষ্য একটাই—জয় ছিনিয়ে নিয়ে প্লে-অফে যাওয়ার রাস্তা মজবুত করা।
অন্যদিকে, বৈভব সূর্যবংশীর রাজস্থান ইতিমধ্যেই শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে। ফলে তাদের কাছে হারানোর কিছু না থাকলেও, কলকাতার রাহানে, রিঙ্কুদের কাছে এই ম্যাচ কার্যত মরণ-বাঁচনের লড়াই।
আজকের দিনেই রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ লড়াই—পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস। সন্ধে ৭:৩০ থেকে শুরু হওয়া এই ম্যাচেও প্লে-অফের টিকিট নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করছেন অনেকে।
স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে দেখা যাবে দু’টি ম্যাচই।