ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে দেশের উত্তর, পশ্চিম ও মধ্য ভারতের ২৭টি বিমানবন্দর শনিবার (১০ মে) ভোর ৫:২৯ পর্যন্ত বন্ধ থাকবে। এর ফলে ভারতীয় বিমান সংস্থাগুলো ৪৩০টি উড়ান বাতিল করেছে, যা দৈনিক নির্ধারিত ফ্লাইটের প্রায় ৩ শতাংশ। যাত্রীদের তাদের ফ্লাইটের অবস্থা জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাকিস্তানও তাদের ১৪৭টির বেশি উড়ান বাতিল করেছে, যা তাদের দৈনিক ফ্লাইটের প্রায় ১৭ শতাংশ।
ফ্লাইট ট্র্যাকিং সাইট Flightradar24 জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তান ও ভারতের কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত পশ্চিমাঞ্চলের আকাশপথে কোনো বেসামরিক বিমান চলাচল দেখা যায়নি। এই অঞ্চলকে ঝুঁকিপূর্ণ বিবেচনায় এড়িয়ে চলেছে বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স।
বৃহস্পতিবার পাকিস্তান জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের সামরিক স্থাপনাগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়লে উত্তেজনা তীব্র আকার নেয়।
সামরিক কাজে ব্যবহৃত কিছু বিমানবন্দরও বন্ধের আওতায় পড়েছে। আন্তর্জাতিক ফ্লাইট শিডিউলেও প্রভাব পড়েছে। আমেরিকান এয়ারলাইন্স দিল্লি–নিউ ইয়র্ক ফ্লাইট বাতিল করেছে।
এদিকে, ভারতের এয়ারলাইন্সগুলো যাত্রীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যাত্রীদের ফ্লাইটের কমপক্ষে তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় চেক-ইন কাউন্টার ফ্লাইট ছাড়ার ৭৫ মিনিট আগে বন্ধ করে দেওয়া হবে।