প্রথম পাতা খবর দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, আজ ভোল বদলাতে পারে আবহাওয়া

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, আজ ভোল বদলাতে পারে আবহাওয়া

227 views
A+A-
Reset

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই গরমের দাপট। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়ই রয়েছে অস্বস্তিকর গরম ও শুষ্ক আবহাওয়া।

তবে বৃহস্পতিবার ও শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় দমকা হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। দার্জিলিং ও কালিম্পংয়েও ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে।

কলকাতায় আজও (বৃহস্পতিবার) দিনের বেলা তীব্র গরম ও অস্বস্তি বজায় থাকবে। দুপুরের পর আকাশ কিছুটা মেঘলা হতে পারে। রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.