199
বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে ৯ জুন। অধিবেশনের কার্যসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে বসবে সর্বদলীয় বৈঠক এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক। অধিবেশনে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
বিশেষ করে, ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক সফল অপারেশন ‘সিঁদুর’ নিয়ে একটি ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব বিধানসভায় উঠতে পারে। জানা গিয়েছে, সেনার সাহসিকতা এবং সাফল্যের স্বীকৃতি জানাতে এই প্রস্তাব পেশ করা হতে পারে।
অধিবেশনে রাজ্য সরকারের বাজেট-পরবর্তী নানা প্রশাসনিক ও রাজনৈতিক ইস্যু নিয়েও উত্তপ্ত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।