প্রথম পাতা খবর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জোর করে গর্ভপাত! গ্রেফতার কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস, জোর করে গর্ভপাত! গ্রেফতার কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন

224 views
A+A-
Reset

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর গর্ভপাত— অভিযোগের তীর কলকাতা মেডিক্যাল কলেজের এক পিজিটি ইন্টার্নের বিরুদ্ধে। নির্যাতনের শিকার ২৭ বছরের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পাটুলি মহিলা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক মালদহের বাসিন্দা। বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে পিজিটি ইন্টার্ন হিসাবে কর্মরত এবং বউবাজার থানার অন্তর্গত হস্টেলে থাকতেন। অভিযোগকারিণী যুবতী কলকাতার বাইরের বাসিন্দা এবং ভিন্ন পেশার সঙ্গে যুক্ত।

জানা গিয়েছে, পরিচয়ের পর ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। এরপর একাধিকবার সহবাস করেন তারা। অভিযোগ, এর ফলে তিনবার গর্ভবতী হন ওই যুবতী এবং প্রতিবারই তার অমতে গর্ভপাত করানো হয়। শেষে যখন বিয়ের কথা বলেন যুবতী, তখন বেঁকে বসেন অভিযুক্ত। এরপর থেকেই দূরত্ব তৈরি করতে থাকেন তিনি।

সবশেষে উপায়ান্তর না দেখে পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। বৃহস্পতিবার কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর থেকে ধৃতকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহও সম্পন্ন হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে হাজির করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.