199
কলকাতা: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। হালকা বৃষ্টি হলেও বড় ধরনের ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ সোমবারও গরমে অস্বস্তি বজায় থাকবে। দিনের আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের দাপট থাকবে পুরোমাত্রায়। কলকাতা ও সংলগ্ন এলাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস।
পরিস্থিতি অনুযায়ী, আজ এবং আগামী দু’দিন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে গরম এবং আদ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।