64
কলকাতা: আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন। অধিবেশনের প্রথম দিন নিয়মমাফিক প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে শোকপ্রস্তাব পেশ করা হবে। তারপরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতুবি ঘোষণা করবেন।
আগামীকাল মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হবে। সেইদিন ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা ও দেশরক্ষায় অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব আনবেন স্পিকার নিজেই। এই প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হবে, যাতে অংশ নেবেন তৃণমূল ও বিজেপি—উভয় দলের বিধায়কেরা।
আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেই উত্তপ্ত রাজনৈতিক পরিমণ্ডল তৈরি হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।