প্রথম পাতা খবর অহমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচেছেন এক যাত্রী

অহমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচেছেন এক যাত্রী

292 views
A+A-
Reset

অহমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক যাত্রী আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে গিয়েছেন। ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ। তাঁর বয়স ৩৮ বছর। বিমানটির ১১এ আসনে বসেছিলেন তিনি। দুর্ঘটনার সময় রমেশ কোনও ভাবে বিমান থেকে লাফিয়ে পড়েন। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার পরে সাদা টি-শার্ট পরা এক ব্যক্তিকে রাস্তায় হেঁটে যেতে দেখা যায়। পরে জানা যায়, তিনি রমেশ।

সংবাদ সংস্থা এএনআই-কে এই খবর নিশ্চিত করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক। তিনি বলেন, ‘‘পুলিশ এক জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। তিনি ১১এ আসনে ছিলেন। বর্তমানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।’’ এই ঘটনার পরে ওই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে এখনও উদ্ধারকাজ চলছে।

এ দিন টেকঅফের পরে বিমানবন্দরের চৌহদ্দির ঠিক বাইরে ভেঙে পড়েছে যাত্রিবাহী বিমানটি। ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে আগুনের হলকা আকাশ ছুঁয়েছে। দূর থেকে তোলা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে ঘন কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ।লন্ডনগামী বিমানটিতে মোট ২৪২ জন ছিলেন। যাত্রিতালিকা থেকে জানা গিয়েছে ২৩০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন ক্যানাডার নাগরিক ছিলেন। যাত্রিতালিকা অনুযায়ী একাধিক শিশু ছিল বিমানে। ২ জন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু ছিলেন দুর্ঘটনাগ্রস্ত বিমানে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.