117
গুজরাটের অহমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজে মেডিকেল কলেজের অন্তত ৫ জন ছাত্র। আহত কম করে ৪০ জন।
মৃতদের মধ্যে রয়েছেন ৪ জন স্নাতক স্তরের ছাত্র ও ১ জন স্নাতকোত্তর রেসিডেন্ট। দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে খবর।
এয়ার ইন্ডিয়ার Boeing 787-8 Dreamliner বিমানটি ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রুকে নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আহমদাবাদ বিমানবন্দরের কাছেই মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে।
লন্ডনের উদ্দেশ্যে দুপুর ১:৩৮ মিনিটে উড্ডয়ন করেছিল বিমানটি। তবে মাত্র ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছনোর পরই সেটি ভারসাম্য হারায় ও বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।