৮ বা ১২ বগির পরিবর্তে এ বার ১৬ বগির যাত্রিবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। তেলঙ্গনার কাজিপেটে রেলের নতুন কারখানায় তৈরি হবে এই নতুন কোচগুলি। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
মোট ১০০টি মেন লাইন ইএমইউ (মেমু) ট্রেন তৈরি করা হবে, যেগুলি ১৬ কোচের হবে। ভবিষ্যতে এই ট্রেনগুলিতে ২০টি পর্যন্ত কোচও যোগ করা হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। পাশাপাশি, ৫০টি ‘নমো-ভারত’ এসি প্যাসেঞ্জার ট্রেনও আসবে।
রেলের দাবি, কোচ সংখ্যা বৃদ্ধি পেলে কম দূরত্বের যাত্রীদের সফর হবে আরও আরামদায়ক। তবে নতুন ১০০টি মেমু ট্রেন কোন কোন শহরে চলবে, সে বিষয়ে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
প্রতিদিন যাত্রী ভিড় বাড়ছে দেশের বিভিন্ন শহরে। দিল্লি, মুম্বই কিংবা কলকাতার লোকাল ট্রেনে ১২ কোচেও ঠাসাঠাসি ভিড়। বহুদিন ধরেই কোচ সংখ্যা বাড়ানোর দাবি ছিল। রেলমন্ত্রীর ঘোষণার ফলে দেশের বিভিন্ন শহরের লোকাল ট্রেনেও কোচ সংখ্যা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।