আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার শুরু করতে হবে ১০০ দিনের কাজ। বুধবার কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্র কোনও শর্ত আরোপ করতে পারে, তবে প্রকল্প বন্ধ রাখা যাবে না।
রাজ্যে ২০২১ সালের ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজ বন্ধ। কেন্দ্রের দাবি, এই প্রকল্পে বড়সড় দুর্নীতি হয়েছে। হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ ও দার্জিলিং জেলার প্রকল্পে ৬১৩ কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। কেন্দ্রের দল তদন্ত করে ২৪ কোটি টাকা উদ্ধারও করেছে। রাজ্যের দাবি, এই প্রকল্পে নিরীহ শ্রমিকদের কাজ ও প্রাপ্য আটকে রয়েছে।
হাই কোর্ট জানিয়েছে, দুর্নীতির তদন্ত চলবে, কিন্তু প্রকল্প বন্ধ রাখা যাবে না। প্রয়োজনে দুর্নীতিগ্রস্ত জেলা বাদ দিয়েও বাকি অংশে কাজ চালু রাখতে হবে। এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির রিপোর্টও আদালতে জমা পড়েছে।
১০০ দিনের কাজ বন্ধের বিরুদ্ধে মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালত জানায়, প্রকৃত শ্রমিকদের স্বার্থে প্রকল্প চালু থাকা জরুরি। কবে কোথায় কীভাবে কাজ শুরু হবে, সেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র।