নদিয়ার কালীগঞ্জে দিনদুপুরে বোমাবাজির ঘটনায় প্রাণ গেল এক চতুর্থ শ্রেণির ছাত্রীর। সোমবার দুপুরে মোলান্দি এলাকায় সিপিএম সমর্থকের বাড়ির সামনে এই বোমাবাজির ঘটনা ঘটে। বিস্ফোরণে গুরুতর জখম হয় ওই নাবালিকা। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় বলে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
এই ঘটনার নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে বলেন, ‘‘আমি স্তম্ভিত ও মর্মাহত। শিশুটির পরিবারের প্রতি সমবেদনা রইল। পুলিশকে নির্দেশ দিয়েছি, দোষীদের দ্রুত শনাক্ত করে কড়া শাস্তির ব্যবস্থা করতে।’’
কালীগঞ্জে সোমবারই উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে। তার মধ্যেই এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে যুক্তদের খুঁজতে তল্লাশি চলছে। কেউ ছাড় পাবে না বলে জানানো হয়েছে। এলাকাজুড়ে থমথমে পরিবেশ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।