আজ, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের একাধিক জেলায় আজ ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে আজ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
শুধু আজই নয়, শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে দুই বর্ধমান ও বীরভূম জেলাতেও।
উপকূলের জেলাগুলিতে আজ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র থাকবে উত্তাল। তাই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হবে। তবে বৃষ্টির তীব্রতা আপাতত কিছুটা কমবে। তবে বৃহস্পতিবার থেকে ফের দুর্যোগ ফিরছে পাহাড়ে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।