সঞ্জয় হাজরা
বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে বুধবারের ম্যাচে রুদ্ধশ্বাস লড়াই শেষে জয় হাসিল করল হারবার ডায়মন্ড। এডামাস হাওড়া ওয়ারিয়র্সের বিরুদ্ধে তিন উইকেটে দুর্দান্ত জয় পেল তারা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৫ রান সংগ্রহ করে এডামাস হাওড়া ওয়ারিয়র্স। দলের হয়ে উল্লেখযোগ্য রান করেন টপ অর্ডার ব্যাটাররা। তবে হারবার ডায়মন্ডের বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করেন।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হারবার ডায়মন্ড শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। যদিও ইনিংসের মাঝপথে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে চাপ তৈরি হয়, কিন্তু শুভম সরকারের ব্যাটে ম্যাচের ভাগ্য ঘুরে যায়। গুরুত্বপূর্ণ সময়ে তাঁর দাপুটে ইনিংসেই জয়ের রাস্তা পরিষ্কার করে দল।
শেষ পর্যন্ত ম্যাচের চার বল বাকি থাকতেই ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে জয় নিশ্চিত করে হারবার ডায়মন্ড। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শুভম সরকার। তাঁর ব্যাটিং ছাড়া এই জয় সম্ভব হত না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এই জয়ে পয়েন্ট তালিকায় আরও এক ধাপ ওপরে উঠে এল হারবার ডায়মন্ড। অন্যদিকে, পরপর ম্যাচে হারার হতাশা বাড়ল এডামাস হাওড়া ওয়ারিয়র্স শিবিরে।

ছবি: সঞ্জয় হাজরা