প্রথম পাতা খবর মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথদেব, আরতি সেরে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথদেব, আরতি সেরে কলকাতার পথে মুখ্যমন্ত্রী

307 views
A+A-
Reset

দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে আজ অনুষ্ঠিত হল ঐতিহাসিক প্রথম রথযাত্রা। সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। জনসমাগমে উপচে পড়ে সৈকত শহর। রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। সোনার ঝাড়ু দিয়ে পথ পরিষ্কার করে শুরু করেন পবিত্র এই যাত্রা। এরপর রথে উঠে মাসির বাড়ির উদ্দেশে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।

দুপুর আড়াইটে নাগাদ নির্ধারিত সময় মেনেই শুরু হয় রথ টানার পর্ব। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রথযাত্রার রাস্তায় কোনও ভিড় জমতে দেওয়া হয়নি। ভক্তরা রাস্তার পাশে ব্যারিকেডের ও পার থেকে রথ দর্শন করেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ছিল কড়া নজরদারি। বিকেল ৪টার পর মাসির বাড়ি পৌঁছন জগন্নাথ-সুভদ্রা-বলরাম। আগামী সাত দিন সেখানেই অবস্থান করবেন তাঁরা।

মাসির বাড়িতে পৌঁছে জগন্নাথদেবের আরতিও করেন মুখ্যমন্ত্রী। এরপর তিনি হোটেলের উদ্দেশে রওনা হন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই জানা যায়, নির্ধারিত সময়ের আগেই কলকাতায় ফিরে আসছেন মমতা। সূত্রের খবর, এদিন রথযাত্রার অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দিঘা ছেড়ে রওনা হন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.