প্রথম পাতা বিনোদন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জরিওয়ালা

118 views
A+A-
Reset

বলিউড তথা বিনোদন জগতে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেফালি জরিওয়ালা। বয়স হয়েছিল মাত্র ৪২ বছর। সূত্রের খবর, শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির। তাঁকে হাসপাতালে নিয়ে আসেন স্বামী পরাগ ত্যাগী। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি আসেনি।

২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্সে ঝড় তোলা ধূসর চোখের শেফালি এক রাতেই হয়েছিলেন তারকা। পরবর্তীতে বলিউডে প্রবেশ করে অভিনয় করেন ‘মুঝসে শাদি করোগি’-র মতো ছবিতে, অক্ষয় কুমার ও সলমনের সঙ্গে। যদিও বড়পর্দার চেয়ে বেশি জনপ্রিয়তা পান মিউজিক ভিডিও ও রিয়ালিটি শো—‘বুগি উগি’, ‘নাচ বলিয়ে’, ‘বিগ বস’-এর মতো অনুষ্ঠান থেকে।

ব্যক্তিগত জীবনে ২০০৪ সালে গায়ক হরমিত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শেফালি। কিন্তু দাম্পত্য কলহের কারণে সে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৯ সালে বিবাহবিচ্ছেদের পর ব্যবসায়ী পরাগ ত্যাগীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং পরে বিবাহ করেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের মুহূর্ত ভাগ করে নিতেন শেফালি।

তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগী, বলিউড ও টেলিভিশন জগৎ। ‘কাঁটা লাগা’ গার্লের প্রস্থান যেন এক প্রজন্মের নস্টালজিয়ায় ছেদ টানল।

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.