181
দক্ষিণবঙ্গ জুড়ে ফের সক্রিয় মৌসুমি বায়ু। ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার জেরে রাজ্যের বহু জেলায় শুরু হতে চলেছে টানা বর্ষণ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
কলকাতা-সহ শহরতলিতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। ইতিমধ্যেই রাজ্যে বর্ষার হাওয়া সক্রিয়। তার প্রভাবে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।