প্রথম পাতা খেলা স্মিথ-ব্রুকের জুটি ভাঙতেই হাওয়া ঘুরল ভারতের দিকে, সিরাজের ছয় উইকেটে চাপে ইংল্যান্ড

স্মিথ-ব্রুকের জুটি ভাঙতেই হাওয়া ঘুরল ভারতের দিকে, সিরাজের ছয় উইকেটে চাপে ইংল্যান্ড

67 views
A+A-
Reset

প্রথম ইনিংসে বিশাল ৫৮৭ রানের পর তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে ভারত। যশস্বী জয়সওয়াল (২৮) ফিরে গেলেও ক্রিজে আছেন কেএল রাহুল (২৮*) ও করুণ নায়ার (৭*)। এগিয়ে ২৪৪ রানে, হাতে সময়ও আছে দু’দিনের বেশি—জয়ের দিকে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ছিল ৭৭/৩। শুক্রবার শুরুতেই দুই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সিরাজ—জো রুট (২২) ও বেন স্টোকস (০)। ইংল্যান্ড তখন ৮৪/৫। সেখান থেকেই ম্যাচে ফিরে আসেন স্মিথ ও ব্রুক। স্মিথ ৮০ বলে সেঞ্চুরি করেন। কিন্তু আকাশ দীপের আগুনে স্পেলে ব্রুক বোল্ড হতেই সব ভেঙে পড়ে। আকাশ নেন ৪টি উইকেট (৮৮ রানে)।

হ্যারি ব্রুক ও জেমি স্মিথ ৩০৩ রানের জুটিতে একসময় মনে হচ্ছিল ভারতকে টপকে যাবে ইংল্যান্ড। কিন্তু আকাশ দীপের ইনসুইংয়ে ব্রুকের (১৫৮) উইকেট ভাঙতেই ছবিটা বদলে গেল। এরপর সিরাজের তোপে মাত্র ২০ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। তাঁদের ইনিংস থামে ৪০৭ রানে।

সিরাজ নিজের ঝুলিতে ভরেন ৬ উইকেট (৭০ রানে)। শেষ পাঁচ ব্যাটার শূন্য রানে ফিরেছেন তিনজনই। ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে।

এবার লক্ষ্য যত দ্রুত সম্ভব রান তুলে ইংল্যান্ডকে ফের চাপে ফেলা। এজবাস্টনের আকাশে ভারতের জয়ের আলো দেখা যাচ্ছে স্পষ্ট।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.