এজবাস্টনের মাটিতে প্রথমবার টেস্ট জিতল ভারত। সিরিজে ১-০ পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় টেস্টে শুভমান গিলের নেতৃত্বে দুরন্ত প্রত্যাবর্তন করল টিম ইন্ডিয়া। জয় এল ৩৩৬ রানের বিশাল ব্যবধানে।
প্রথম ইনিংসে ভারত তোলে ৫৮৭ রান। শুভমান গিল করেন ২৬৯ রান, সঙ্গে যশস্বী জয়সওয়াল (৮৭) ও রবীন্দ্র জাদেজা (৮৯) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ইংল্যান্ডের জবাবে প্রথম ইনিংস থামে ৪০৭ রানে। হ্যারি ব্রুক (১৫৮) ও জেমি স্মিথ (১৮৪) লড়াই দিলেও মহম্মদ সিরাজ ৬ উইকেট ও আকাশ দীপ ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ভেঙে দেন।
ভারতের দ্বিতীয় ইনিংসেও চলল দাপট। শুভমান গিল ফের জ্বলে উঠলেন ১৬১ রান করে। ঋষভ পন্থ (৬৫), কেএল রাহুল (৫৫) ও জাদেজা (৬৯*) যোগ্য সঙ্গ দেন। ভারত ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রান।
লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৭১ রানে। শেষ ইনিংসে আকাশ দীপ ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা বোলার হয়ে ওঠেন। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন জো রুট, বেন স্টোকস, ব্রুকরা। অলি পোপকেও ফেরান আকাশ। বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে রোদ উঠতেই ভারত দ্রুত ইংল্যান্ডের শেষ উইকেটগুলো তুলে নেয়।
এই জয়ের ফলে সিরিজ ১-১। গাব্বার পর এজবাস্টনও ভারতের দখলে। শুভমান গিল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করলেন। আর বাংলার আকাশ দীপ হয়ে উঠলেন ভারতের নতুন পেস-হিরো।