149
হিমাচলপ্রদেশে হড়পা বান ও ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪। ২০ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি ও দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মন্ডী জেলা। সেখানেই এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে অন্তত ৩০ জন। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, পুলিশ, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে দুর্গম পাহাড়ি এলাকায় সেই কাজ ব্যাহত হচ্ছে বারবার।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যে আগামী কয়েক দিন চলবে আরও ভারী বৃষ্টি। ফলে পাহাড়ি জেলায় ধস ও হড়পা বান ফের ঘটতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। প্রশাসনের তরফে বিপদগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়েছে।