প্রথম পাতা খবর ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মহুয়া মৈত্র-সহ সবার আবেদন একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট, কবে?

ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে মহুয়া মৈত্র-সহ সবার আবেদন একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট, কবে?

208 views
A+A-
Reset

বিহারের ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকার বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ একাধিক ব্যক্তির দায়ের করা সব মামলার একত্রে শুনানি করবে সুপ্রিম কোর্ট। বিচারপতি সুধাংশু ধুলিয়া ও জয়মাল্য বাগচীর বেঞ্চ সোমবার জানায়, বৃহস্পতিবার শুনানি হবে। তার আগে নির্বাচন কমিশনকে নোটিস পাঠানো যাবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ভোটারদের ফের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে—যার মধ্যে আধার বা রেশন কার্ড নয়, বরং জন্ম শংসাপত্রই গ্রহণযোগ্য। এই নির্দেশের বিরোধিতা করে মহুয়া ছাড়াও মামলা করেছেন আরজেডি সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব, পি ইউ সি এল ও এডি আর-এর প্রতিনিধিরা।

মহুয়ার দাবি, নির্দেশিকাটি সংবিধানের বিভিন্ন ধারা লঙ্ঘন করছে এবং বহু যোগ্য ভোটার তাঁদের অধিকার হারাতে পারেন। মামলায় মহুয়ার হয়ে লড়ছেন অভিষেক মনু সিঙ্ঘভি ও সিইউ সিংহ। অন্যদিকে মনোজ ঝার পক্ষে কপিল সিব্বল। বিরোধীদের মতে, এই প্রক্রিয়া গণতন্ত্রের পরিপন্থী।

কমিশনের দাবি, ২০০৩ সালের ভোটার তালিকায় নাম থাকলে প্রমাণ লাগবে না। কিন্তু বাকি ভোটারদের ক্ষেত্রে নির্দিষ্ট নথি দাখিল না করলে নাম বাদ পড়তে পারে। বিচারপতিরা অবশ্য জানান, বিহারে এখনও ভোটের দিন ঘোষণা হয়নি, তাই ২৫ জুলাইয়ের সময়সীমা বাধ্যতামূলক নয়। কংগ্রেস-সহ আরও দল কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.