আজ, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতির দমকা হাওয়া। উত্তরবঙ্গের আটটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, এক্ষেত্রে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলা হল আসল কারণ। বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত এবং অমৃতসর থেকে পূর্বে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অবস্থানের জেরেই এই বর্ষণ বলে জানা গিয়েছে।