প্রথম পাতা খবর দুর্নীতি দমন নয়, বিরোধীদের দমনই উদ্দেশ্য! জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিষেক

দুর্নীতি দমন নয়, বিরোধীদের দমনই উদ্দেশ্য! জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিষেক

157 views
A+A-
Reset

বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি। তাঁর গ্রেফতারির পর বিজেপি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডলে প্রকাশিত এক ভিডিওতে অভিষেক বলেন, “একটি E হল ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। তাকে নিজের মতো ব্যবহার করা যায় না। দ্বিতীয়ত E হল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য দুর্নীতি দমন নয়, বরং বিরোধীদের জেলে পাঠানো।”

অভিষেকের অভিযোগ, বিজেপি সরকার সাধারণ মানুষ, কৃষক, গরিব, তফসিলি জাতি ও উপজাতি-বিরোধী। তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “বিজেপিকে একটিও ভোট দেওয়া মানে নিজের দেশের আত্মা ও সংবিধানকে লোভী মানুষের হাতে বিক্রি করা। তারা দেশকে নিজেদের সম্পত্তি মনে করে। এটা গণতন্ত্র নয়।”

প্রসঙ্গত, সম্প্রতি কেন্দ্রীয় সরকার সংসদে ‘দাগি’ মন্ত্রী-মুখ্যমন্ত্রী অপসারণ বিল পেশ করেছে। সেই বিতর্ক নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতি। তারই মাঝে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবি করছে শাসক তৃণমূল। সুপ্রিম কোর্ট থেকে জামিনের মাত্র দেড় বছরের মাথায় ফের বিধায়কের গ্রেফতারি, যা নিয়ে ফের কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সরব হয়েছে ঘাসফুল শিবির।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.