প্রথম পাতা খেলা ৬ বছর পর সিএবিতে ফেরার পথে সৌরভ, সভাপতি পদে মনোনয়ন জমা

৬ বছর পর সিএবিতে ফেরার পথে সৌরভ, সভাপতি পদে মনোনয়ন জমা

67 views
A+A-
Reset

বঙ্গ ক্রিকেট প্রশাসনে ফেরার পথে ‘দাদা’। ছয় বছর পর ফের সিএবির সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সেদিন ইডেনে সৌরভ ও তাঁর পুরো প্যানেল মনোনয়ন জমা দেন। সভাপতি পদে অন্য কোনও বিরোধী মনোনয়ন জমা না পড়ায় সৌরভের জয় কার্যত সময়ের অপেক্ষা।

আগামী ২২ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যেই সৌরভের প্যানেলও চূড়ান্ত হয়ে গিয়েছে। সচিব পদে বাবলু কোলে, যুগ্ম-সচিব মদন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবং সহ-সভাপতি অনু দত্ত থাকছেন সৌরভের টিমে।

মনোনয়ন জমা দেওয়ার পর মহারাজ বলেন, “নির্বাচনের জন্য আমি গত দেড় বছর ধরে বাংলার বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা সবাই এক, একসঙ্গে কাজ করতে হবে। সব জায়গাতেই কিছু সমস্যা থাকে, সেগুলো মেটাতে হবে। ক্রিকেটের ক্ষেত্রে আমি তো আর নেমে খেলব না, সেটা ক্রিকেটারদের কাজ। বাংলার ক্রিকেট নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে। কোভিডের কারণে অনেক কিছু আটকে গিয়েছিল। এবার দেখতে হবে, কীভাবে আরও উন্নতি আনা যায়।”

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবির সভাপতি ছিলেন সৌরভ। এরপর ২০১৯ সালে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হন এবং ২০২২ পর্যন্ত সেই দায়িত্বে ছিলেন। এবার আবারও বঙ্গ ক্রিকেটের প্রশাসনিক আসনে ফিরতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.