প্রথম পাতা খবর তাজপুর–ডানকুনি–রঘুনাথপুর আর্থিক করিডর তৈরিতে ২০০ একর জমি দিল রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

তাজপুর–ডানকুনি–রঘুনাথপুর আর্থিক করিডর তৈরিতে ২০০ একর জমি দিল রাজ্য, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

40 views
A+A-
Reset

শিল্পায়নের পথে আরও এক ধাপ এগোল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

প্রথমত, তাজপুর–ডানকুনি–রঘুনাথপুর আর্থিক করিডর তৈরির জন্য পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে (WBIDC) ২০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। আগেই মুখ্যমন্ত্রী রাজ্যে ছ’টি আর্থিক করিডর তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন— রঘুনাথপুর–তাজপুর, ডানকুনি–কল্যাণী, ডানকুনি–ঝাড়গ্রাম, ডানকুনি–কোচবিহার, জোকা–গুরুভি ও খড়্গপুর–মোরগ্রাম। এবার সেই উদ্যোগ বাস্তবায়নের পথে আরও গতি আনল নবান্ন।

দ্বিতীয়ত, রাজ্যের সমস্ত লজিস্টিক্‌স ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে পরিবহণ ও গুদামজাতকরণ-সহ লজিস্টিক্স খাতে বিনিয়োগ এবং ব্যবসার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারের মতে, এই পদক্ষেপে কর্মসংস্থানেরও নতুন দিগন্ত খুলবে।

তৃতীয়ত, নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (NKDA)-র ১৫টি শূন্যপদ পূরণ করার প্রস্তাব গৃহীত হয়েছে বৈঠকে।

প্রসঙ্গত, দুর্গাপুজো-পর্বের পর রাজ্যে একটি বৃহৎ শিল্প সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে এই সিদ্ধান্তগুলিকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রশাসনিক মহল। বিশেষজ্ঞদের মতে, আর্থিক করিডর ও লজিস্টিক্সকে শিল্প মর্যাদা দেওয়ার পদক্ষেপ পশ্চিমবঙ্গের শিল্পায়নের গতি আরও বাড়াবে এবং বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.