58
দুর্গাপুজোয় বৃষ্টির ছায়া! ষষ্ঠীর দু’দিন আগেই নতুন নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। শুক্রবার বিকেলে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের বিবৃতি:
- উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত সক্রিয় রয়েছে একটি নিম্নচাপরেখা। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
- দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী দু’দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। কলকাতায় দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা বেশি।
- মহালয়ার দিন, ২১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও মোটের উপর আবহাওয়া থাকবে রৌদ্রোজ্জ্বল।
নতুন নিম্নচাপের সম্ভাবনা:
- ২২ সেপ্টেম্বর উত্তর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে।
- ২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, যা ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় থাকবে। পরে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
পুজোর দিনভিত্তিক পূর্বাভাস
- ২৩ সেপ্টেম্বর (সোমবার): পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।
- ২৬–২৯ সেপ্টেম্বর (পঞ্চমী থেকে সপ্তমী): দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় মেঘলা আকাশ, তাপমাত্রা ২৯–৩২° সেলসিয়াস।
- ৩০ সেপ্টেম্বর–২ অক্টোবর (অষ্টমী থেকে দশমী): বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের কর্তা হবিবুর রহমান জানিয়েছেন— “পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতায় মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি হবে। অষ্টমী থেকে দশমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ২ অক্টোবর তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”
এ বছর বর্ষা বিদায় নেয়নি, অথচ পুজো হচ্ছে বর্ষার মধ্যেই। ফলে আগে থেকেই বৃষ্টির পূর্বাভাস ছিল। নতুন নিম্নচাপ তৈরি হলে বৃষ্টির আশঙ্কা আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।