রবিবার বিকেল ৫টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্র উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। তবে কী কারণে এই সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। সরকারি ভাবে এ বিষয়ে ঘোষণা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, সোমবার ২২ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে কার্যকর হতে চলেছে পণ্য ও পরিষেবা করের (জিএসটি) নতুন কাঠামো। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আগেই জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে জিএসটির হার চার স্তর থেকে কমিয়ে আনা হবে দুই স্তরে— ৫ শতাংশ ও ১৮ শতাংশে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় বহু জিনিসের দাম কমতে চলেছে। স্বাধীনতা দিবসের ভাষণেই মোদী ইঙ্গিত দিয়েছিলেন এই পরিবর্তনের, জানিয়েছিলেন দীপাবলির আগেই ‘দ্বিগুণ’ স্বস্তি পাবেন দেশের মানুষ।
প্রধানমন্ত্রীর রবিবারের ভাষণকে ঘিরে তাই জল্পনা তুঙ্গে। অনেকের অনুমান, জিএসটি সংস্কার নিয়েই বার্তা দিতে পারেন তিনি। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। অতীতে মোদীর জাতির উদ্দেশে ভাষণ থেকেই এসেছে একাধিক ঐতিহাসিক ঘোষণা— যেমন ২০১৬ সালের নোটবন্দি এবং ২০২০ সালের লকডাউন।
ফলে, রবিবার বিকেলের ভাষণে নতুন কোনও বড় ঘোষণা আসে কি না, তা নিয়েই নজর গোটা দেশের।