প্রথম পাতা খেলা বিশ্বজয়ের পর জীবনের নতুন ইনিংস! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মান্ধানা, বর সংগীতশিল্পী পলাশ মুছল

বিশ্বজয়ের পর জীবনের নতুন ইনিংস! বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন স্মৃতি মান্ধানা, বর সংগীতশিল্পী পলাশ মুছল

23 views
A+A-
Reset

বাইশ গজে ছক্কা হাঁকিয়ে ঘরে তুলেছেন বিশ্বজয়ের ট্রফি। ভারতের মহিলা দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা এখন খবরে শুধু মাঠের পারফরম্যান্স নয়, ব্যক্তিগত জীবন নিয়েও। শোনা যাচ্ছে, জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সংগীতশিল্পী পলাশ মুছলের সঙ্গে।

সূত্রের খবর, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবার তাঁদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা। স্মৃতির জন্মস্থান মহারাষ্ট্রের সাংলিতেই বসবে বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত থাকতে পারেন বলেই জানা গিয়েছে। যদিও এখনো পর্যন্ত স্মৃতি বা পলাশের পক্ষ থেকে বিয়ের দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

রবিবার ভারতীয় মহিলা দলের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর থেকেই পলাশকে দেখা গিয়েছে আবেগে ভাসতে। প্রেমিকার সাফল্যে উচ্ছ্বসিত পলাশ সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্টে লেখেন, “Only pride, only love.” ছবির সঙ্গে যোগ করেন ভারতীয় পতাকা ও হৃদয়ের ইমোজি।

স্মৃতি ও পলাশের সম্পর্ক নতুন নয়। তাঁদের প্রেমের গল্প শুরু ২০১৭ সালে, ভারতের মহিলা বিশ্বকাপ চলাকালীন। সংগীতের মাধ্যমে কাছাকাছি আসেন দু’জন। একবার পলাশ নাকি নিজের কনসার্টে স্মৃতির সামনে দাঁড়িয়ে গান গেয়ে প্রেমপ্রস্তাব দিয়েছিলেন — সেই ভিডিও তখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

প্রায় ছয় বছরের সম্পর্ক তাঁদের। ২০২৪-এ সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি পালন করেছিলেন এই ক্রিকেট–সংগীত জুটি। পলাশের জন্মদিনে স্মৃতি প্রথমবার প্রকাশ্যে তাঁদের যুগল ছবি পোস্ট করেন। এরপর থেকে দুইজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে — কখনও ক্রিকেট মাঠে, কখনও পলাশের কনসার্টে।

সম্প্রতি পলাশ সংগীত থেকে চলচ্চিত্র পরিচালনায় হাত দিয়েছেন, আর স্মৃতি বিশ্বজয়ের পর জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। একে অপরের সাফল্যে গর্বিত এই জুটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.