প্রথম পাতা খবর দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, ভূস্বর্গজুড়ে তল্লাশি জোরদার

দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী, ভূস্বর্গজুড়ে তল্লাশি জোরদার

37 views
A+A-
Reset

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আত্মঘাতী জঙ্গি হিসাবে শনাক্ত উমর নবির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে পুলওয়ামার কইল গ্রামে থাকা উমরের বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটায় বাহিনী। বিস্ফোরণে বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

এর আগেই উমরের পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। বর্তমানে তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে, ভূস্বর্গজুড়ে চলছে তল্লাশি।

গত সোমবার দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ হওয়া গাড়ির মালিকানা ছিল পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদের নামে। আইইডি বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ডিএনএ পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হয়েছে দেহের পরিচয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তাঁর ভূমিকা ঠিক কতখানি, তা জানতেই তদন্তে জোর দিয়েছে পুলিশ।

এ ঘটনায় বিপর্যস্ত উমরের পরিবার। তাঁর বউদি জানিয়েছেন, “গত শুক্রবারই ওর সঙ্গে কথা হয়। বলেছিল সামনে পরীক্ষা, তাই লাইব্রেরিতে পড়াশোনা করছে। বইয়ের পোকা ছিল ও। বাড়িতে ফিরলে সবাইকে পড়তে বলত। এমন কাজে ও জড়াতে পারে—বিশ্বাস করতে পারছি না।”

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, দারিদ্র্য কাটাতে উমরের মা কঠোর পরিশ্রম করতেন। উমরই ছিল ভবিষ্যতের আশার আলো। সেই ছেলেরই নাম নাশকতার সঙ্গে জড়ানোয় হতবাক পুরো পরিবার।

এখানেই শেষ নয়। তদন্তে উঠে এসেছে কাশ্মীরের আরও কয়েকজন চিকিৎসকের নাম। গত চার দিনে অন্তত ৮ জন চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এঁরা সকলে নাশকতা ছড়ানোর সঙ্গে জড়িত। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের একাধিক পড়ুয়া এবং চিকিৎসককেও সন্দেহ করা হচ্ছে। জম্মু-কাশ্মীর পুলিশের ভাষায়, এটি “হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম”।

ফলে ভূস্বর্গজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.