প্রথম পাতা খবর রাজ্যে ভোটার তালিকা ম্যাপিংয়ে মিলছে না ২৬ লক্ষ নাম, এসআইআর প্রক্রিয়ায় নতুন উদ্বেগ

রাজ্যে ভোটার তালিকা ম্যাপিংয়ে মিলছে না ২৬ লক্ষ নাম, এসআইআর প্রক্রিয়ায় নতুন উদ্বেগ

31 views
A+A-
Reset

রাজ্যে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন উঠে এল গুরুত্বপূর্ণ তথ্য। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় ২৬ লক্ষ ভোটারের নাম ম্যাপিংয়ে মিলছে না, এমনটাই জানাচ্ছে নির্বাচন কমিশনের শীর্ষ সূত্র। রাজ্যের বর্তমান ভোটার তালিকার সঙ্গে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন রাজ্যে পর্যায়ক্রমে সম্পন্ন হওয়া শেষ এসআইআর তালিকা মিলিয়ে দেখেই এই অমিলের সন্ধান পাওয়া গেছে। বুধবার দুপুর পর্যন্ত রাজ্যে মোট ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে, যার মধ্যে প্রায় ৬ কোটি ১ লক্ষ ফর্ম ম্যাপিংয়ের আওতায় আসে। সেই প্রক্রিয়ায় দেখা যাচ্ছে, আপাতত ২৬ লক্ষ ভোটারের নাম কোনও পুরোনো রেকর্ডের সঙ্গে মেলানো যাচ্ছে না। কমিশনের ধারণা, ডিজিটাইজেশন সম্পূর্ণ হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার তালিকা ‘ম্যাপিং’ বলতে এ বছরের সর্বশেষ ভোটার তালিকার সঙ্গে দেশের আগের এসআইআরের রেকর্ড মিলিয়ে দেখা বোঝায়। শুধু ব্যক্তির নাম নয়, তাঁর মা-বাবা বা পরিবারের সদস্যদের নাম আগের তালিকায় রয়েছে কি না তা-ও যাচাই করা হয়। এ বার প্রথমবার বাংলার ম্যাপিংয়ে অন্য রাজ্যের পুরোনো ভোটার তালিকাও যুক্ত করা হয়েছে, কারণ বহু মানুষ বছরের পর বছর বিভিন্ন রাজ্য থেকে বাংলায় এসে বসবাস শুরু করেছেন। ফলে তাঁরা পূর্বে যে রাজ্যের নাগরিক ছিলেন, সেই তালিকাতেও তাঁদের নাম থাকা স্বাভাবিক। তাই রাজ্যের সঙ্গে অন্যান্য রাজ্যের তালিকা মিলিয়েই ২৬ লক্ষ নামের অমিল পাওয়া গেছে।

তবে নাম না-মেলা মানেই ভোটার তালিকা থেকে বাদ—এমন নয় বলে জানাচ্ছে কমিশন। যাঁদের নাম বা পরিবারের তথ্য আগের তালিকার সঙ্গে মিলেছে, তাঁদের পৃথকভাবে কোনও নথি জমা দিতে হবে না। শুধু এনুমারেশন ফর্ম জমা দিলেই চলবে। কিন্তু যাঁদের ক্ষেত্রে তথ্য মিলছে না, তাঁদের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হবে। কমিশনের বক্তব্য, এটি নিয়মিত যাচাই প্রক্রিয়া, কাউকে বাদ দেওয়ার উদ্দেশ্য নয়।

রাজ্যে বর্তমানে মোট ভোটারের সংখ্যা প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজারের বেশি। তার মধ্যে বুধবার পর্যন্ত ৭ কোটি ৬৪ লক্ষ ৬৮ হাজারেরও বেশি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, যা প্রায় ৯৯.৮ শতাংশ। ইতিমধ্যেই ৭৮ শতাংশের বেশি ফর্ম ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে। এদিকে চলতি এসআইআর পর্বে বিজেপি বারবার ‘অনুপ্রবেশ তত্ত্ব’-এ শাণ দিচ্ছে। কিন্তু কমিশনের একটি সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে নাম না-মেলা ভোটারের সংখ্যা বিহারের ম্যাপিং চিত্রের তুলনায় খুব বেশি আলাদা নয়। অর্থাৎ, এ ধরনের অমিল দেশের বিভিন্ন রাজ্যেই দেখা যাচ্ছে। ম্যাপিং ও ডিজিটাইজেশন প্রক্রিয়া আরও এগোলে চূড়ান্ত ছবিটি আরও স্পষ্ট হবে বলে মনে করছে কমিশন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.