প্রথম পাতা খবর এসআইআরের অতিরিক্ত চাপ বিতর্ক, খোলা আলোচনাসভার ডাক বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের

এসআইআরের অতিরিক্ত চাপ বিতর্ক, খোলা আলোচনাসভার ডাক বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের

9 views
A+A-
Reset

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে অসন্তোষ থামছেই না। কোথাও অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও), আবার কোথাও মৃত্যু পর্যন্ত হয়েছে বলে অভিযোগ। কিছু জেলায় ‘আতঙ্ক’-এর পরিবেশ তৈরি হয়েছে এসআইআরের অতিরিক্ত চাপ ঘিরে। ক্রমাগত প্রতিবাদে পথে নেমেছেন অসংখ্য বিএলও। এই অস্থির পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন রাজ্যের এসআইআর-এর বিশেষ পর্যবেক্ষক, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্ত।

সোমবার, ১ ডিসেম্বর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে একটি খোলা আলোচনাসভার আহ্বান জানানো হয়েছে। সেখানে কোনও রাজনৈতিক দল, সংগঠন বা ব্যক্তি—যে কেউ এসআইআর সংক্রান্ত অভিযোগ, সমস্যা বা প্রশ্ন তুলে ধরতে পারবেন। এই মর্মে সুব্রত গুপ্ত স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে—সোমবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে আলোচনা। উপস্থিত থাকবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত নিজেও। যাঁদের কোনও সমস্যা, প্রশ্ন বা অভিযোগ রয়েছে তারা সরাসরি তাঁদের কথা জানাতে পারবেন।

উল্লেখ্য, এসআইআরের জন্য বিশেষ পর্যবেক্ষক হিসাবে সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাজ্যের ২৪টি নির্বাচনী জেলায় নজরদারির জন্য ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে আরও ১২ জন আইএএস পর্যবেক্ষক। তাঁদের দায়িত্ব—বুথ পর্যায়ের কাজ এবং ভোটার তালিকা সংশোধনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা।

এদিকে, গত সোমবার ‘অতিরিক্ত কাজের চাপ’-এর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে সিইও দফতর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবিতে বিক্ষোভ দেখান বিএলও-দের একাংশ। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না থাকার কারণে সিইও দেখা করতে রাজি হননি।

পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র ১৩ সদস্য রাতভর ধর্নায় বসে থাকেন। অভিযোগ উঠেছে—অবস্থানকারীদের অনেকেই প্রকৃত বিএলও নন, বরং রাজনৈতিকভাবে তৃণূলপন্থী কর্মী। এরমধ্যে আবার মঙ্গলবার পুরুলিয়ার তিন বিএলও’র সঙ্গে দেখা করেন সিইও মনোজ আগরওয়াল। বিক্ষোভকারীদের দাবি অতিরিক্ত সিইও’র হাতে তুলে দেওয়ার পর ধর্না তুলে নেন তাঁরা।

ঘটনার জেরে সোমবার রাত পর্যন্ত নিজ দফতরেই প্রায় আটকে পড়তে হয় সিইও মনোজ আগরওয়ালকে। কমিশন এই ঘটনাকে সিইও দফতরের নিরাপত্তা লঙ্ঘন বলে উল্লেখ করেছে।

এই উত্তেজনার মধ্যেই সুব্রত গুপ্তের এই খোলা আলোচনাসভার উদ্যোগকে অনেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন। তাঁদের মতে, মাঠপর্যায়ের সমস্যার কথা সরাসরি শুনে সমাধান খুঁজতেই এই উদ্যোগ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.