নতুন জিএসটি হার চালু হওয়ার পর উৎসবের মরশুমে রাজ্যের প্রায় ৩০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। একইসঙ্গে জিএসটি বাবদ কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় দু’লক্ষ কোটি টাকা পাওনা, উপরন্তু আরও ২০ হাজার কোটি টাকা কেন্দ্র কেটে নিয়েছে—বুধবার মালদহের জনসভা থেকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার কটাক্ষ, “স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সাধারণ মানুষের ওপর জিএসটি বসিয়ে বোঝা চাপিয়েছে কেন্দ্র। এখন সেই বোঝা সামান্য কমিয়ে ‘গোদিবাবুরা’ বাহবা নিচ্ছেন। কিন্তু এর নাম সাধারণ মানুষের প্রতি দয়া নয়—এরসঙ্গে রাজ্য সরকারের কাছ থেকে ২০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে।”
তিনি অভিযোগ করেন, জিএসটি ব্যবস্থার পরে রাজ্যগুলির আর স্বাধীন ক্ষমতা নেই। “আমাদের এখন একটাই ট্যাক্স—জিএসটি। যার সব টাকা কেন্দ্র তুলে নিয়ে যায়। এখনও পর্যন্ত ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে।”
মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্রের টাকা না পেয়েই রাজ্য সরকার ৯৪–৯৫টি প্রকল্প চালাচ্ছে। তিনি আরও বলেন, “শুনছি এবার নাকি তামাকজাত পণ্যের টাকাও কেটে নেওয়া হবে। তাহলে রাজ্যের হাতে থাকবে কী?”
এর পরেই তিনি সরাসরি আক্রমণ করেন মোদি সরকারকে। মমতার অভিযোগ, “সবকিছু দখল করছেন। তবে দখল করতে হলে গণতান্ত্রিকভাবে করুন। জোর করে দখল করতে গেলে জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেয়। দেশে আবার জরুরি অবস্থা চাপানোর চেষ্টা করলে দেশের মানুষ ক্ষমা করবে না—এটা বিজেপিকে মনে রাখতে হবে।”
জিএসটি ক্ষতি, কেন্দ্রীয় বকেয়া ও অর্থনৈতিক দায়বদ্ধতার প্রশ্নে আবারও সংঘাত বাড়ল কেন্দ্র–রাজ্য সম্পর্কের অক্ষরেখায়।