গোয়ার একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বাগডোগরার চৌপুকুরিয়া বানুরছাট গ্রামের যুবক সুভাষ ছেত্রীর (২৪)। দু’বছর আগে সংসারের হাল ধরতে গোয়ায় গিয়ে নাইট ক্লাবে কাজ নেন তিনি। শনিবার রাতের অগ্নিকাণ্ডে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গোয়া পুলিশ।
মৃত্যুসংবাদ পৌঁছতেই শোকে ভেঙে পড়েছেন সুভাষের মা। প্রতিবেশীদের সামলানোই দায় হয়ে দাঁড়িয়েছে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সুভাষ। দিদি ঊর্মিলা ছেত্রী জানান, মার্চ মাসে বাড়ি ফেরার কথা জানিয়েছিল ভাই। “সব স্বপ্ন শেষ হয়ে গেল,” বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান বিজয় মঙ্গর বলেন, জমির ঋণ শোধ করে বাড়ি তৈরির স্বপ্ন নিয়েই গোয়ায় গিয়েছিল সুভাষ। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
সুভাষের দেহ ফিরিয়ে আনার জন্য গোয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। রাতে গোয়া থেকে দেহ মুম্বই হয়ে বাগডোগরায় পাঠানো হবে বলে জানা গেছে।