প্রথম পাতা খবর এসআইআরে বাংলার থেকেও বেশি নাম বাদ গুজরাটে, মধ্যপ্রদেশেও ছাঁটাই লক্ষাধিক—চাপে বিজেপি

এসআইআরে বাংলার থেকেও বেশি নাম বাদ গুজরাটে, মধ্যপ্রদেশেও ছাঁটাই লক্ষাধিক—চাপে বিজেপি

13 views
A+A-
Reset

পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য মধ্যপ্রদেশ ও গুজরাট। এই দুই রাজ্যে ভোটার তালিকা থেকে যে বিপুল সংখ্যক নাম বাদ পড়তে চলেছে, তা সামনে আসতেই রাজনৈতিক চাপ বাড়ছে শাসক দল বিজেপির উপর। পরিসংখ্যান বলছে, নাম বাদ যাওয়ার নিরিখে বাংলার তুলনায় অনেকটাই এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট।

মধ্যপ্রদেশে এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সেখানে প্রাথমিক খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, মধ্যপ্রদেশে প্রায় ৪২ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়তে চলেছে।

এই বাদ পড়া নামগুলিকে চারটি ভাগে চিহ্নিত করেছে নির্বাচন কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় ৮.৪ লক্ষ মৃত ভোটার, ২.৫ লক্ষ নকল নাম, ৮.৪ লক্ষ অনুপস্থিত ভোটার এবং ২২.৫ লক্ষেরও বেশি ভোটার পাকাপাকিভাবে ঠিকানা বদল করেছেন বলে জানানো হয়েছে। এই সব নামই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর পর্যন্ত মধ্যপ্রদেশে মোট ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৭৪ লক্ষ ৬ হাজার ১৪৩ জন। সকল ভোটারকেই ফর্ম দেওয়া হয়েছিল এবং প্রায় সকলের তথ্য ডিজিটাইজ করা হয়েছে।

অন্যদিকে, গুজরাটে পরিস্থিতি আরও চমকপ্রদ। রাজ্যের মোট ভোটারের মধ্যে ৮৫.৫ শতাংশ ভোটার তাঁদের ফর্ম জমা দিয়েছেন। বাকি ৭৩.৭ লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫১.৮৬ লক্ষ ভোটার (১০.২০ শতাংশ) ‘স্থানান্তরিত’ বা ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত। **১৮.০৭ লক্ষ ভোটার (৩.৫৫ শতাংশ)**কে মৃত হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও, ৩.৮১ লক্ষ ভোটার (০.৭৫ শতাংশ)-এর নাম একাধিক স্থানে তালিকাভুক্ত থাকার অভিযোগ উঠেছে।

এই পরিসংখ্যান সামনে আসার পর রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে। কারণ, গুজরাটে বাদ পড়া ভোটারের সংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বেশি। অথচ বাংলার এসআইআর ঘিরেই সবচেয়ে বেশি আক্রমণাত্মক অবস্থান নিয়েছিল বিজেপি।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর গত ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। সেখানে মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন নিখোঁজ, ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন অনুপস্থিত, ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন মৃত, ১ লক্ষ ৩৮ হাজার ডুপ্লিকেট ভোটার এবং ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন ‘ভূতুড়ে’ ভোটারের নাম রয়েছে।

বাংলার খসড়া তালিকা প্রকাশ্যে আসতেই শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগে বিজেপি। এমনকি বাংলার নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলার চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বড় ধাক্কা আসতে চলেছে বিজেপি শাসিত রাজ্য গুজরাটেই। সেখানে বাদ পড়া ভোটারের সংখ্যা বাংলার তুলনায় অনেক বেশি হওয়ায় বিজেপি ক্রমশ অস্বস্তিতে পড়ছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সাম্প্রতিক পোস্ট