প্রথম পাতা খবর রাহুলের সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের, তুঙ্গে জল্পনা

রাহুলের সঙ্গে বৈঠক প্রশান্ত কিশোরের, তুঙ্গে জল্পনা

245 views
A+A-
Reset

ডেস্ক: উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল প্রশান্ত কিশোরের৷  হতাশ প্রশান্ত কিশোর বলেছিলেন, রাহুল গান্ধি এবং কংগ্রেসের সঙ্গে কাজ করা যায় না৷  কিন্তু রাজনীতিতে কোনও কিছুই স্থায়ী নয়৷ তাই ফের সেই রাহুল গান্ধির সঙ্গেই আলোচনার টেবিলে বসলেন প্রশান্ত কিশোর৷ এ দিন দিল্লিতে রাহুল গান্ধির সঙ্গে বৈঠকে বসেন প্রশান্ত৷ বৈঠকে ছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও। কথা হয়েছে কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালের সঙ্গেও।

রাহুল-প্রশান্ত কিশোর সাক্ষাৎ ঘিরে একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে। অনেকে মনে করছেন চব্বিশের মহাজোটের সলতে পাকাতেই এই বৈঠক। আবার অনেকে বলছেন, চব্বিশের লোকসভার জন্য প্রশান্ত কিশোরকে দলের রণকৌশল তৈরির দায়িত্ব দিতে পারে কংগ্রেস। 

আরও পড়ুন: অবশেষে ৮টি স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিল বিজেপি


উত্তরাখণ্ড, গুজরাত,  উত্তর প্রদেশের মতো আগামী বছর পঞ্জাবেও নির্বাচন৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর পরামর্শদাতা হিসেবে আগেই নিযুক্ত হয়েছেন প্রশান্ত কিশোর৷ পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় থাকলেও অমরিন্দর সিং এবং নভজ্যোত সিং সিধুর দ্বন্দ্ব নির্বাচনের আগে কংগ্রেসের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ এমন কি, সিধুর আম আদমি পার্টিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল৷ এই পরিস্থিতিতে পঞ্জাবের রাজনৈতিক অঙ্ক নিয়ে এ দিনের বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল৷ কারণ পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াতও বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.